বেগমপুরে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন

হিজলগাড়ী প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দূনীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেগমপুর ইউনিয়ন পরিষদ হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার আইনশৃংলা পরিস্থিত স্বাভাবিক ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সব্বোর্চ কঠোর হতে প্রস্তুত। যেকোন মুল্যে এই জেলার মানুষকে ভাল রাখতে হবে। রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইন্সেসবিহীন গাড়ী রাস্তায় চালালে এবার থেকে শুধু জরিমানা করা হবে না, প্রয়োজনে জেল দেওয়া হবে। এছাড়া যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দূনীতি প্রতিরোধে জিরো ট্যান্সার নীতি অনুসরন করা হবে। মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় জেলা প্রশাসক উপস্থিত সকলের কাছ থেকে বেগমপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে মতামত নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন, সেক্রেটারী শাহিন হোসেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *