কোটচাঁদপুর প্রতিনিধি
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। ২৬ নভেম্বর বুধবার সকালে কোটচাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহ চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ স্থানীয় উদ্যোক্তা, পোল্ট্রি ও ডেইরি খামারি মালিকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ।
বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার ফলে ডিম, দুধ ও মাংস উৎপাদনে বাংলাদেশ এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ। তারা খামারিদের প্রাণীর রোগ প্রতিরোধ, পুষ্টি ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে ধারণা দেন।
অনুষ্ঠানে ডেইরি খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল, এবং পোল্ট্রি খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জামেলা খাতুন।
সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্টলে দেশি জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি ও পোষা বিড়ালের প্রদর্শনী করা হয়। এছাড়া দুধজাত খাবার, উন্নতমানের পশু খাদ্য ও বিভিন্ন কোম্পানির ওষুধের স্টল বসানো হয়।
আয়োজকরা জানান, আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম শেষ হব।



