আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকল সাড়ে ৩টার সময় আন্দুলবাড়ীয়া বহু মাধ্যমিক বিদ্যালয় বাজার ফুটবল মাঠে এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা আনুষ্ঠাত হয়। খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
তিনি উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে খেলায় হার জিত নেই, সে খেলা অর্থহীন। পরাজয়ের শিক্ষা, জয়ের গৌরব, আনন্দ কৃতিত্বপূর্ণ জীবন গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। জাতির চরিত্র গঠন করতে হলে আমাদের মধ্যে খেলাধলার উপর জোর দিতে হবে। তা হলে বড় হয়ে আমাদের যুব সমাজ একদিন এদেশের সম্পদ ও সুনাগরিকক্রীড়া সংস্থার পাবে।
অনুষ্ঠানে সভাপতিত করেন মির্জা হাকিবুর রহমান লিটন তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি সুস্থ আত্ম শারীরিক উন্নতির সহায়ক আর সুস্থ দেহ মন, মানসিকতাকে উন্নত করে জীবনযুদ্ধে জয়ী হতে সাহায্য করে। এ জন্য প্রবাদে আছে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। তিনি মাদক ও মোবাইল ছেড়ে যুবকদের খেলার মাঠ মুখী হওয়ার আহবান জানান। সেমি ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালি দল অংশ গ্রহণ করেন কোটচাঁদপুর খেলোয়ার কল্যাণ সমিত বনাম মিন্টু ফুটবল একাদশ ঢাকা অংশ গ্রহন করে। দু’পক্ষের মধ্যে তীব্র প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ১টি গোল করে, মিন্টু ফুটবল একাদশ ঢাকাকে পরাজিত করে। এসময় মাঠের কানায় কানায় উপচে পড়া ভীড়ে বিনেদন প্রিয় দর্শকগনের হর্ষধ্বনি ও উল্লাসে খেলায় খেলোয়াড়রা প্রাণ চঞ্চলতা ফিরে পায়। খেলায় নির্বাচক মন্ডলী সেরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করেন কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আরশাফুল ইসলাম । জীবননগরে জনপ্রিয় ফুটবল খেলাপ্রেমী দৃষ্টি নন্দন মামুন হোসেন ও শেখ রাশেদুজ্জামান রাশেদের স্মৃতি মধুর ধারা ভাষ্য উপস্থাপনায় খেলাটি দর্শক নন্দিত ও দর্শক প্রিয় হয়ে উঠে। বাফু স্বীকৃতিপ্রাপ্ত রেফারীর দায়িত্ব পালন লিটা রহমান, সহকারী ছিলেন রিয়ান ও ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, মোল্লা মোকলেসুজ্জামান (টিক্ক), শেখ আলাউদ্দিন, ফুটবল প্রশিক্ষক কাজি মামুনউজ্জান আদুন, থানা আমির মাওলানা সাজাদুর রহমান, থানা নায়েবে আমির, সাকাওয়াত হোসেন, থানা সেক্রেটারি মাহাফুজুর রহমান, সাবেক ইউনিয়ন আমির মো হারুনআর রশিদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম। আন্দুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, খেলা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সেরা দর্শক, নির্বাচিত খেলোয়ারদের মাঝে পুরস্কার ও খেলার উপহার সামগ্রী তুলে দেন।



