তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
জানাগেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গহেরপুর ও সড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম। বিকেল ৪টার তার রাষ্ট্রীয়ভাবে নিজ বাড়ীর সামনে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, তিতুদহ ক্যাম্পের এএসআই মাহমুদুল হাসান ও পুলিশ বাহিনীর একটি চৌকস দল।
চুয়াডাঙ্গার তেঘরীর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যু



