আলমডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রাম থেকে গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ঝিনাইদহের হরিণাকুন্ড থানার রিশখালী গ্রামের বিজয় কুমারের ছেলে বিদ্যুৎ কুমার (৪৯) এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমারের দিকনির্দেশনায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি:) মানিক কুমার শিকদার ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। আসামিকে পারলক্ষীপুর গ্রামে লাল্টু রহমানের বসতবাড়ির পেছনের পাঁকা রাস্তা থেকে আটক করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



