চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে খন্দকার আব্দুল জব্বার সোনার গণসংযোগ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খন্দকার আব্দুল জব্বার সোনা। বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের রেলগেট ক্রসিং এলাকা, শাহাবুদ্দীন মার্কেট, রেল বাজার, কাচা বাজার, মাছ পট্টি ও কসাই পট্টি এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ড বিল বিতরন করেন  খন্দকার আব্দুল জব্বার সোনা।

এসময় আরও উপস্থিত ছিলেন- অ্যাড: ওহিদুজজামান মুকুল, পৌর বিএনপির সহ- সভাপতি বদর উদ্দীন বাদল, সাংগঠনিক সম্পাদক ইযাছিন হাসান কাকন, শ্রমিকদল নেতা  শিমুল, পৌর বিএনপি’র ক্রীড়া সম্পাদক  রায়হান উদ্দীন রায়হান , আবদুস সামাদসহ দলীয় নেতৃবৃন্দ। আব্দুল জব্বার সোনা বলেন আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *