আলমডাঙ্গা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বুধবার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি দিনব্যাপী এই প্রচারণায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি তুলে ধরেছেন। গতকাল দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শরীফুজ্জামান শরীফ বাজারের দোকানপাটে ও সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালে শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি। রাষ্ট্র মেরামতের ৩১ দফা একটি ন্যায়সঙ্গত ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার রোডম্যাপ। হাটবোয়ালিয়ার মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে আমরা মানুষের সমস্যা শুনছি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছি। তিনি আরও বলেন, নির্বাচিত হলে কৃষক, যুব সমাজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ স্থানীয় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা ডিউক,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, হাটবোয়ালিয়া বাজার কমিটি সভাপতি এনামুল হক শিলু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ হুদাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সারাদিনব্যাপী এই গণসংযোগে হাটবোয়ালিয়া বাজার এলাকা ছিল উৎসবমুখর। নেতা-কর্মীদের ব্যাপক প্রচারণায় বাজারের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।



