মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল আইমান। অনেক্ষণ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ সে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু ঘটে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



