স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা পৌরএলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ, পথসভা ও কুশলবিনিময় অব্যাহত রয়েছে। বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা পৌরএলাকার ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি পৌর এলাকার মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, শ্রমজীবী, কৃষক, নারী ও যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ কালে মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। সবাই যেন ভয়-ভীতি ছাড়াই ব্যবসা ও দৈনন্দিন জীবন চালাতে পারে, তা নিশ্চিত করা হবে। আলমডাঙ্গার সার্বিক উন্নয়নই আমার রাজনৈতিক অঙ্গীকার। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, নিরাপদ বাসস্থান, নারীর অধিকার সুরক্ষা এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বারোপ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, সেক্রেটারী মাওলানা মসলেম উদ্দীন, নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, ১ নং ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস, ২নং ওয়ার্ড আমীর আশরাফুল আলম বাবু, ৩নং ওয়ার্ড আমীর একে এম আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড আমীর মোশারফ হোসেন , ৫নং ওয়ার্ড আমীর নাজমুস সালেহীন, ৬নং ওয়ার্ড আমীর হাফেজ হযরত আলী, ৮নং ওয়ার্ড আমীর মাসুম বিল্লাহ, পৌর কর্মপরিষদ সহকারী সেক্রেটারী আশকার আলী, নিজামউদ্দিন, আব্দুর রহিম (হাসমতউল্লাহ) এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ও আব্দুর রব প্রমুখ।



