মেহেরপুর:
মাদক সেবনের অপরাধে মেহেরপুরের গাংনীতে রায়হান নামের এক জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে মহিষাখোলার দক্ষিণ তেতুলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডিত রায়হান ওই গ্রামের আলেহিম হোসেনের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, মাদক সেবনের সময় গাংনী থানা পুলিশের এসআই অংকুশসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রায়হানকে আটক করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় রায়হানকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড এবং এক শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রায়হানকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।



