আলমডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিপন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। গতকাল দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। সে আলমডাঙ্গা কলেজপাড়া এলাকার বিশিষ্ট ব্যাংকার প্রয়াত ছানোয়ার হোসেন মোল্লার ছোট ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। গতকাল রাত ৮টা ৩০ মিনিটে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুজ্জামান শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র সস্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *