স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে খন্দকার আব্দুল জব্বার সোনা গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা মাছ পট্টি, গমপট্টি ও রেল স্টেশন এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল জব্বার সোনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সহ-সভাপতি বদর উদ্দিন বাদল সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসান কাকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান মুকুল, শ্রমিক দল নেতা শিমুল, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সামাদ, জব্বার আলী, আল আমিন, হামিদুল ইসলাম শান্তি, লিটন, দিলু সহ গণ্যমান্য এলাকাবাসী। বিএনপি নেতা আব্দুল জব্বার সোনা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। সাধারণ জনগণের আশা আকাংখার পথিক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দিতে হবে।



