দর্শনা কেরু চিনিকলের শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

দর্শনা অফিস

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই সাবেক সভাপতি তৈয়ব আলীর সাংগঠনিক কার্যালয়ে সমবেত হন শ্রমিক কর্মচারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেরুজ আঙিনা প্রদক্ষিণ করে। ১১টার দিকে মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ফিরোজ আহমেদ সবুজ তাঁর সমর্থকদের নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে প্রবেশ করেন। একই সময়ে আন্দোলনকারীদের একটি অংশও জেনারেল অফিসে ঢোকে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত হন।

তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী ও দর্শনা থানা পুলিশ। এরপর জেনারেল অফিস ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন আন্দোলনকারীরা। তারা অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, তফসিল ঘোষণা ও ভোটের দিন নির্ধারণের দাবি জানান। বক্তব্য দেন সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স অনেকে।

পরে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি জানান, বিষয়টি উচ্চ পর্যায়ে তুলে ধরা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তাঁর আশ্বাসে বিকেল ৫টার দিকে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *