জীবননগর অফিস
জীবননগর উপজেলার কয়া গ্রামে বোনের ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগকারী মোছাঃ জোৎস্না খাতুন (৪৩) এ ঘটনায় জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জোৎস্না খাতুন জানান, তাদের পিতা মোঃ দীন মোহাম্মদের কয়া মৌজায় বিভিন্ন দাগে প্রায় ১৩ বিঘা জমি রয়েছে। চার ভাইবোনের মধ্যে একমাত্র বোন জোৎস্না খাতুন দাবি করেন তার বড় ভাই মোঃ আলম মিয়া (৩৮), বৃদ্ধ পিতার সরলতার সুযোগ নিয়ে প্রায় ৫ বিঘা জমি নিজেদের নামে লিখে নেন। বিষয়টি তিনি দীর্ঘদিন জানতে পারেননি। পরে ০৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাবার বাড়িতে গিয়ে জানতে চান ওয়ারিশ হিসেবে অধিকার থাকা সত্ত্বেও কেন তাকে বঞ্চিত করে জমি তিন ভাইয়ের নামে নেওয়া হলো। এতে তার বড় ভাই মোঃ আলম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে শুরু করেন। অভিযোগে আরও বলা হয়, বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই মোঃ আলম বলেন, “বাবার বাকি জমিগুলোও আমরা তিন ভাই আমাদের নামে লিখে নেব, তোকে কিছুই দেওয়া হবে না। যা ইচ্ছা করে নিস।” এরপর বড় ভাই তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তার বড় ভাই এবং পরিবারের আরও দুই সদস্য যে কোনো সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা কিংবা হয়রানিমূলক পদক্ষেপ নিতে পারেন। তাই নিজের নিরাপত্তা, সম্পত্তির ন্যায্য অধিকার এবং ভবিষ্যৎ আইনি জটিলতা থেকে রক্ষার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন।
থানায় জমা দেওয়া সাধারণ ডায়েরিটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে আলম বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। আমার পিতা সম্পত্তি আমরা কেউ নেইনি। তার সম্পত্তি তিনি মারা যাওয়ার পরে ওয়ারিশরা যেভাবে সবার পাওয়ার কথা সেভাবেই পাবে।



