আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় ওয়াজ মাহফিলে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগ ১৪তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কয়রাডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ১৪তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ধর্মীয় শিক্ষা মানুষের মনকে পরিশুদ্ধ করে, ন্যায়-সত্যের পথে চালিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আমাদের এগিয়ে নেয়। আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা মোকাবিলা করতে হলে মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব আরও বাড়াতে হবে। যারা এখানে কুরআনের আলো বিলিয়ে যাচ্ছেন, তারা সমাজের প্রকৃত পথপ্রদর্শক।’

তিনি আরও বলেন, ‘ভাই ও বোনেরা, আপনারা জানেন- ন্যায়, অধিকার ও সত্যের পথে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষ তার মৌলিক অধিকার পাবে, ন্যায়বিচার পাবে, ধর্মীয় স্বাধীনতার চর্চা হবে এবং প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। ধানের শীষ হচ্ছে সেই আশার প্রতীক- যা ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে।

শরীফুজ্জামান বলেন, ‘আমি বিশ্বাস করি, আল্লাহ তায়ালার রহমত পেতে হলে আমাদের ব্যক্তিগত জীবনে যেমন নৈতিকতা প্রয়োজন, রাষ্ট্রীয় ব্যবস্থাতেও তেমন ন্যায় ও সুষ্ঠু শাসন প্রয়োজন। জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করে, ন্যায়নিষ্ঠ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই- আল্লাহ যেন আমাদেরকে সত্যের পথে রাখতে সাহায্য করেন, এবং আমাদের এই দেশকে শান্তি, ইনসাফ ও কল্যাণের পথে এগিয়ে নেন। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।’

মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসাইন, দ্বিতীয় বক্তা মওদুদ আনোয়ার ইসলাম জিহাদী এবং বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা শহিদুল ইসলাম। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস ও যুগ্ম সম্পাদক কালাম হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *