জীবননগর সন্তোষপুরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস

জীবননগর অফিস

জীবননগরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে ও চলতি মৌসুমে রাজস্ব বাজেটের অর্থায়নে মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার সন্তোষপুরে ভাই ভাই কৃষি প্রজেক্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সঠিক পরিচর্যা ও সার প্রয়োগের মাধ্যমে তুলা চাষে অধিক ফলন পেতে করণীয় সম্পর্কে চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মাঠ দিবসের প্রধান অতিথি তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, আমি ২৫ শতক জমিতে সিবি হাইব্রিড-১ জাতের তুলা চাষ করেছি। আমার মতো এই এলাকার আরও অনেকেই তুলা চাষ করেছেন। তুলা চাষ সম্পর্কে আজ আমরা যে পরামর্শ পেলাম তা কাজে লাগাতে পারলে তুলার ফলন অবশ্যই বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট অফিসার সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন জীবননগর কটন ইউনিট অফিসের ফিল্ডম্যান নাজমুল ইসলাম ও বদরুজ্জামান। মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় ৩০ জন তুলা চাষি উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *