স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের এক কৃষকের রাতের আধারে ভুট্টা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের খালের ধারের মাঠে বংকিরা গ্রামের মৃত ছাবের আলীর ছেলে গনি মন্ডলের ৯ কাঠা জমির ভুট্টা গাছ কে বা কারা রাতের আধারে কেটে দেয়। এ বিষয়ে গনি মন্ডল জানান, সকালে গ্রামের লোকজন মাঠে রস পাড়তে গেলে তারা দেখে আমাকে খবর দেয়, আমি মাঠে এসে দেখি ঘটনা সত্যি। তবে তিনি বলেছেন কাউকে যখন দেখিনি সেই কারনে কারো নামে কোন অভিযোগ নাই আমার। এমন জঘন্য কাজ যারা করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।



