স্টাফ রিপোর্টার
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পুরাতন স্টেডিয়াম পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম পরিদর্শনকালে মাঠের মাটি ভরাট, প্রয়োজনীয় সংস্কার ও স্টেডিয়ামের ভিতরে বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তাগিদ দেন। এছাড়া স্টেডিয়ামের প্রধান গেট ও ক্লপসিবল গেট সহ স্টেডিয়াম এরিয়ায় যত্রতত্রভাবে ময়লা আবর্জনা রাখা ফেলে রাখা বিষয়ে সতর্ক করে দেন। নিজ নিজ দায়িত্বে স্টেডিয়াম এলাকা পরিষ্কার না রাখলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলার মাঠের পরিবেশ ও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের সুবিধার জন্য এ কাজে সকলকে সহযোগিতা করতে হবে।
মাঠ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, ইসলাম রকিব, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, হকি খেলোয়াড় পিয়াস আহমেদ প্রমুখ।



