ভাংবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ফেসবুক ও মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের ভূমিকা ও খেলাধুলার একান্ত প্রয়োজন। অভিভাবকরা যেনো তাদের সন্তানদের সাথে করে খেলার মাঠে নিয়ে আসে এবং খেলা শেষে সন্ধ্যার সময় যাতে নিয়ে যান এ আহ্বান জানাচ্ছি। খেলাকে উৎসাহিত করার জন্য আলমডাঙ্গায় উপজেলার যত রকমের খেলাধুলার সামগ্রী প্রয়োজন আমি সহযোগিতা করবো। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলার সকলেই জানে ভাংবাড়ীয়ার এই মাঠে খুবই সুন্দরভাবে নিয়মিত খেলাধুলা পরিচালনা হয়ে থাকে। এ মাঠে খেলাধুলার সুনাম ছড়িয়ে আছে জেলাজুড়ে। আমি চাই আপনারা সকলের সমন্বয় করে আরও বেশী বেশী খেলাধুলার আয়োজন যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে সকলে উদ্যোগ নেবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আমাদের যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও সুস্থভাবে গড়ে তোলার এক মহৎ মাধ্যম। মাঠে ৯০ মিনিট দৌড়ানো, দক্ষতা দেখানো এবং দলগত সমন্বয় এসবই আমাদের শেখায় পরিশ্রম, শৃঙ্খলা, সম্মান এবং সর্বোপরি একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতা। যারা চমৎকার এই আয়োজনের মাধ্যমে আমাদের তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। আজকের মাঠে যারা খেলবে, তারা সবাই আমাদের গর্ব। জয়-পরাজয় যাই হোক, অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। সবশেষে আমার পক্ষে ধানের শীষের ভোট চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল হুদা ডিউক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক আতাউল হুদা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর একাদশ বনাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মৌমারী ফুটবল একাডেমি। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের দুর্দান্ত ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ট্রাইব্রেকারে পাঁচকমলাপুর একাদশ ৪-৩ গোলে জয় ছিনিয়ে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *