জীবননগর অফিস
জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালে ভেঙে চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। তারপর অফিস কক্ষের মধ্যে রাখা লকারের তালা ভেঙ্গে ২ টি ল্যাপটপ ও ২ টি ট্রিপড প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া সরকারি মালমালের আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার জানান, গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় স্কুল ছুটির পর রুমগুলো তালাবদ্ধ করে শিক্ষকেরা যে যার যার মত বাড়িতে চলে যায়। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে স্কুলে এসে দেখতে পাই অফিস কক্ষের তালা ভাঙ্গা। পরে কক্ষের মধ্যে প্রবেশ করে দুটি ল্যাপটপ ও দুটি প্রজেক্টর চুরি হয়েছে বলে দেখতে পাই। তিনি আরও জানান, তাদের স্কুলে কোনো নৈশপ্রহরী বা দপ্তরি নেই। ইতিপূর্বেও এই বিদ্যালয়ে বেশ কিছু চুরির ঘটনা ঘটছে।



