গাংনী ও বারাদি বাজারে আরডিআরএস-এর দুটি শাখার উদ্বোধন

মেহেরপুর অফিস

মেহেরপুর জেলার গাংনী ও বারাদি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস এর দুটি শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে ২৯৯ ও ৩০০ তম শাখার উদ্বোধন করা হয়। এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নয়নমুলক সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন আরডিআরএস কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে  চুয়াডাঙ্গা আঞ্চলিক ব্যবস্থাপক খোরশেদ আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ও রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক বজলুর রহমান, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, আরডিআরএস এরিয়া ম্যানেজার ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও গাংনী শাখার ক্ষুদ্র ঋণ কর্মকর্তা তানিয়া খাতুন।

এসময় ক্ষুদ্র ঋণ কর্মকর্তা, এলাকার বিভিন্ন পেশাজীবি ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন গ্রহীতাকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় ব্যবস্থাপক বলেন, আমরা গাংনীতে একটি নুতন শাখা আজ উদ্বোধন করছি। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা  দিতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ক্ষুদ্র ঋণের জন্য অনেক প্রতিষ্ঠান থাকলেও আরডিআরএস সম্পুর্ন ভিন্ন ও সুবিধাজনক। এই প্রতিষ্ঠানে লেনদেন করে আপনারা অনেক উপকৃত হবেন। আর আমাদের সকল লেনদেন রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক এর মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আমাদের সাথে আপনারা বিশ্বাস ও মর্যাদার সাথে লেনদেন করবেন। আমাদের সহযোগীতা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *