জীবননগর রায়পুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি হামলায় ৮ জন আহত

স্টাফ রিপোর্টার

জীবননগর উপজেলার রায়পুর মাঠে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে রায়পুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ মশিয়ার রহমান জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষ আশাদুল, রুস্তম মল্লিক, মমিন, সেলিম, রাজুসহ কয়েকজন সান-রায়পুর বাজারসংলগ্ন এলাকায় মশিয়ার রহমানের জমিতে জোরপূর্বক ঢুকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আহত হন মশিয়ার রহমান, হবিবার রহমান, বকুল, নজরুল, রশিদ।

এদিকে একই ঘটনায় আহত হয়েছেন প্রতিপক্ষের রায়পুর গ্রামের মৃত ছেরেস্তারি মল্লিক এর ছেলে রুস্তম মল্লিক (৬৫), রুস্তম মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫) ও মোমিন মল্লিক (৪৩)। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাপলা বলেন, শরীরে জখম নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৪ জনকে চিকিৎসা দিয়েছে। ওদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *