স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১ নারী অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। গত সোমবার বিজিবি ওই নারীকে আটক করে। এছাড়াও অপর অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর নিকট ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন রাত ১০টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/১-এস এর নিকট মকরধ্বজপুর গ্রামের হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।



