দামুড়হুদায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দামুড়হুদা অফিস

সোনালী ব্যাংক পিএলসি দামুড়হুদা শাখার এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার সময় সোনালী ব্যাংকের নীচে ব্যাংকের আয়োজনে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা- মেহেরপুর অঞ্চলে এই প্রথম দামুড়হুদা শাখার এটিএম বুথে সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা এবং উত্তলোন করা যাবে খুব সহজেই। যাতে ব্যাংকীং সেবার মান আরও উন্নত হয় এবং সাধারণ গ্রাহকের কথা চিন্তা করেই নতুন এটিএম বুথে এমন সংস্কার আনা হয়েছে বলে ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে এসব অঞ্চলে শুধু মাত্র এটিএম বুথে টাকা উত্তোলন করা যেতো, কিন্তু এখন থেকে টাকা উত্তোলনের সাথে টাকা জমাও করা যাবে।

দামুড়হুদা সোনালী ব্যাংক পিএলসি শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনূর রশিদ, সিনিয়র অফিসার মন্জুরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানজির ফয়সাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার আরিফ বিল্লা, সিনিয়র অফিসার (ক্যাশ) সোহেল রানা, অফিসার অমিত কুমার, সাইফুল ইসলাম, অফিসার ক্যাশ এসএম মহাসিন কবির, রিগান হোসেন সহ ব্যাংকের সকল স্টাফ,আমন্ত্রীত অতিথি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *