৮ দফা দাবিতে চুয়াডাঙ্গায় নার্সেস এসেসিয়েশনের অবস্থান ধর্মঘাট পালন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ৮ দফা দাবিতে দুই ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে নার্সেস এসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি। বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে সকাল ১০ টা বেলা ১২ টা পর্যন্ত হাসপাতালে কর্মরত নার্সরা এ কর্মসূচি পালন করে।

অবস্থান ধর্মঘটকালে বক্তার  বলেন, জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা ও শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে নার্স-মিডওয়াইফদের ৮ দফা  দাবি বাস্তবায়নের দাবি মানা না হলে, আগামী ২ ডিসেম্বর দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন ঘোষনা করা হবে। ৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টা বন্ধ করে দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়।

এসময় বিএনএ সভাপতি রেহানা পারভীন বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই অধিদপ্তর বিলুপ্ত হলে নার্সিং শিক্ষা ও সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।  স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার সাধারণ নার্সরা মেনে নেবে না। আমাদের এই যৌক্তিক ৮ দফা দাবি না মেনে নিলে পরবর্তীতে কেন্দ্রীয় ঘোষিত পদক্ষেপ গ্রহন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নার্সেস এসেসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমিন আক্তার, মিডওয়াইফারি সোসাইটির প্রতিনিধি তহমিনা খাতুন ও সাহিদা খাতুন শান্তা, নার্স পারুল মন্ডল, নাজমুল হক, রাজু আহমেদ, রাজিয়া খাতুন, রেবা খাতুন এবং চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে আগত নার্সবৃন্দরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *