চুয়াডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলে মুফতি আমির হামজা 

স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরামের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান। 

পবিত্র এ তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে  ইসলামীর আমির রুহুল আমিন। 

বিকাল থেকেই তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা আসতে থাকে। সন্ধ্যার পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ  কানায় কানায় ভরে যায়। 

সন্ধ্যা থেকেই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত ও এর ব্যাখ্যা দিয়ে আলোচনা করেন বক্তারা। পরে রাত ১০টায় মাহফিলের মঞ্চে ওঠেন প্রধান বক্তা মুফতি আমির হামজা। 

এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে আমীর . রুহুল আমিন। তিনি বলেন, মহান আল্লাহ তা’আলা আমাদের জন্য পবিত্র কোরআন পড়া ফরজ করেছেন। স্বাধীনতার পূর্বে পাকিস্তান আমলে বাংলাদেশে শতকরা ৬৬ জন কোরআন পড়তে পারতো। বর্তমানে ২০০৯ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা ৭ জন মানুষ কোরআন পড়তে পারে। এই যে বিশাল এক ব্যবধান কোরআন না পড়তে পারা মানুষ তারাই চমৎকার মাস’আলা দিয়ে থাকে। এই কোরআন না পড়তে পারার কারণেই মানুষ বট গাছের কাছে গিয়ে সন্তান ভিক্ষা চায়। বট গাছে তাবিজ বেঁধে তার মনের বাসনা সম্পূর্ণ করতে চায়। এই সবকিছুর মূলে হলো আমরা কোরআন পড়তে পারি না। পবিত্র কোরআন সমগ্র মানবজাতির জন্য হেদায়েত। 

প্রধান বক্তা মুফতি আমির হামজা বলেন, বাংলাদেশের ৭৩ টি রাজনৈতিক দলের মধ্যে ৪৬ টি ইসলামিক দল আছে। সকল ইসলামিক দলের লক্ষ্য একটিই সেটি হল ইসলামিক রাষ্ট্র কায়েম করা। সকল ইসলামিক দলের লক্ষ্য যদি একটি হয় তাহলে ইসলামিক দল আরো বেশি হলেও কোন সমস্যা নেই। এই জমিন আল্লাহর এখানে বিধান চলবে আল্লাহর। যারা এর বাইরে যাবে তারা এই ৪৬ দলের ভিতরে নেই। আমাদের ইসলামিক দল গুলোর মধ্যে কোন ঝামেলাও হয় না কারণ আমাদের উদ্দেশ্যই হলো জমিনে আল্লাহর দিন বিজয় করা। যে আল্লাহর বিধান মেনে চলবে যে জমিনে আল্লাহর দিন কায়েম করবে তার পক্ষেই থাকা উচিত।

পবিত্র কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ হাসানুজ্জামান সজীব, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মুফতি সোয়াইব হোসেন, এন সি পির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মোঃ ফারুক এহসান, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সাগর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *