জীবননগর পৌরসভায় নির্বাচনী পথসভায় মাহমুদ হাসান খাঁন বাবু

জীবননগর অফিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবননগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এই পথসভা কে কেন্দ্র করে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নারী ও পুরুষ সমর্থকের। সোমবার পৌরসভার ১, ২ এবং ৬ নম্বর ওয়ার্ডে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী পথসভা অব্যাহত রেখেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার পৌর শহরের ১, ২ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেন তিনি।

এসময় জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। কারণ এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছেন, তার চেয়ে বড় শক্তি এই দলের কোটি কোটি নীরব সমর্থক। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে আবারও ক্ষমতায় দেখতে চান, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।আশা করছি একটি সুন্দর নির্বাচন হবে। ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আমাদের নেতাকর্মীদের তাদের মন জয় করতে হবে। তাদের প্রতি সম্মান দেখা হবে। তাদের ভোট কেন্দ্রে আনতে হবে। সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের বিপদে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

বাবু খাঁন আরও বলেন, দেশের সংস্কারের জন্য ও একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। প্রতিদিন একটি করে দফা আমরা প্রচার করছি। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমাদের ঈমাদারি দায়িত্ব হচ্ছে তার জন্য কাজ করা। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা ঋণী। বিগত সরকারের অমানবিক নির্যাতন সহ্য করেও তিনি দেশ ছেড়ে, আমাদের ছেড়ে চলে যান নি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও নির্বাচনী পথসভায় জীবননগর পৌরসভা ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *