আলমডাঙ্গা অফিস
খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু নির্বাচিত হয়েছেন। সোমবার ভূমি মন্ত্রণালয় কর্তৃক এক আড়ম্বর পরিবেশে সারাদেশের ০২ জন বিভাগীয় কমিশনার, বিভাগীয় পর্যায়ে মনোনীত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুট কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ভূমি সহকারী/উপ সহকারী কর্মকর্তা এবং সার্ভেয়ারসহ মোট ৫৮ জনকে ভূমি সেবায় বিশেষ স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।



