ঝিনাইদহ অফিস
সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি, হয় সরকারের ব্যার্থতা অথবা সরকারের অযোগ্যতা অথবা সরকারের সদিচ্ছার অভাব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের হরিনাকুন্ডুর শাখারিদহ বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন, সে সময় তিনি আরও বলেন শুধুমাত্র মুখে বললেই তো হবে না ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দিতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে, আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে যদি সংসদে পাঠানো না যায় ওই ব্যাবসায়ীরা আওয়ামী মমতাজরা যেভাবে সংসদে যেতো, এখনও যদি ঐ ধরনের লোকেরা সংসদে যায় তাহলে পরিবর্তনটা কি হবে? এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, হরিনাকুন্ডু উপজেলার সভাপতি মারুফ জিতু, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।



