স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার গাংনী ও ভাঙ্গবাড়ীয়া ইউনিয়নের পথ সভায় জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল। সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গাংনী ও ভাংবাড়ীয়া গণসংযোগ ও পথসভা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের ভালোবাসা নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের দায়িত্ব সৎ, যোগ্য ও নীতিবান মানুষের হাতে দিতে হবে।
দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি জাতিকে পিছিয়ে দিয়েছে। তাই এখন সময় এসেছে সৎ মানুষকে সামনে এনে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করার। কারণ সৎ নেতৃত্বই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ্যর সভাপতি কাইয়ুম উদ্দীন হিরক, গাংনী আসমান খালী সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারী কামরুল হাসান সোহেন, ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর খন্দকার মাসুদুর রহমান, গাংনী ইউনিয়ন আমীর হাজী আব্দুস সালাম, সেক্রেটারি মাসুদুর রহমান, অফিস পরিচালক বায়েজিদ হোসেন পান্না, অর্থ সম্পাদক আবুল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, হারদী কলেজ শাখার সভাপতি শাওন হোসেন রুমন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আগামীর বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক, শান্তিময় ও কল্যাণরাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান। সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর খন্দকার মাসুদুর রহমান বিপ্লব। গাংনী মোড়, নন্দ বার ভোগাইল বগাদি ও শালিকা গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।



