আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনকের দাফন সম্পন্ন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম কনকের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাঁ মাঠে সকাল ১০ টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী, আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সাধারণ সম্পাদক মামুন,  জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান দারুসসালাম, যুব বিষয়ক সম্পাদক টিপু সুলতান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক আতিক বিশ্বাস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর উজ্জ্বল, পৌর যুবদলের আহবায়ক নাজিমুদ্দিন, আলাউদ্দীন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি প্রমুখ।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দীন আলম কনক (৪৮) গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।

পরিবারের সদস্যরা জানান, কনক গত কয়েকমাস যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলে। তিনি ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

গত রোববার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ পর সেখানে তাঁর মৃত্যু হয়। সাইফুদ্দীন আলম কনক আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও একজন ক্রীড়া প্রেমী ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *