স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার এস. এম আব্দুর রউফ শিবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতে গত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। পরে ভোক্তার অধিকার, খাদ্যদ্রব্যের ভেজাল রোধ, বাজার মনিটরিং ও পণ্যের গুণগত মান যাচাই নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গায় নিয়মিত ভোক্তার অভিযান পরিচালিত হচ্ছে। চুয়াডাঙ্গায় খাদ্যদ্রব্যে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ পণ্যে বিক্রয়ের বিরুদ্ধে ভোক্তা অধিকার শক্ত অবস্থানে রয়েছে। চুয়াডাঙ্গার অসাধু ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, খাবারের ব্যবসা করতে হলে বিশুদ্ধ খাবার তৈরি করা ও বিশুদ্ধভাবে খাবার পরিবেশন করা নিশ্চিত করতে হবে। যদি কোন অসাধু ব্যবসায়ি খাবারে ভেজাল দেয় তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। যারা খাদ্যে ভেজাল দেয় তাদের প্রতি আমাদের কোনো দয়া, মহানুভবতা নাই।
তিনি আরো বলেন, ভোক্তা আইনে জরিমানা করার পর ওই প্রতিষ্ঠানে দ্বিতীয়বার আবার অভিযান পরিচালনা করতে হবে। দ্বিতীয়বার যদি সে একই অপরাধ করে তাহলে তাকে জেলে দিতে হবে। জরিমানা কোন বিচারের মধ্যে পড়ে না। যদি কারো খাদ্যে ভেজালের মাত্রা অধিক পরিমাণে হয় তাহলে জরিমানা নয়, তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের আওতায় এনে জেলে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে আর কোন আপস নয়। কারণ এটি জাতির অস্তিত্বের সাথে প্রশ্নবিদ্ধ। এই ভেজাল খাদ্য গ্রহণের ফলে জাতি মেধাশূন্য হয়ে যাবে। আমাদের ধর্মে ব্যবসাকে হালাল করা হয়েছে। আমাদের নবীজিও ব্যবসা করেছেন। তবে ভেজাল ব্যবসা করা যাবে না। কেউ খাদ্যদ্রব্যে ভেজাল দিলে আমরা কঠিন এবং কঠোর অবস্থানে যাবো। ভালো ব্যবসা করে আপনারা লাভবান হন, প্রতিষ্ঠিত হন, সমাজে ভূমিকা রাখেন এ ব্যাপারে আমরা আপনাদের সদয় সহায়তা করব।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।



