স্টাফ রিপোর্টার
‘তব চেতনায় প্রাণিত অনুক্ষণ, মম তিমির-বিদারী আলোর অন্বেষণ’ এ প্রতিপাদ্যকে ধারন করে চুয়াডাঙ্গায় অরিন্দম-সুহৃদ স্মরণ দিবসে অরিন্দমের প্রয়াত ২৭ সদস্যকে স্মরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ স্মরণ দিবসটি আয়োজন করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন। শুরুতেই প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অরিন্দম সদস্যদের সমবেতকন্ঠে আগুনের পরশমণি ছোয়াও প্রানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রয়াত সদস্যদের স্মরণে সুহৃদ কথন পাঠ করেন সংগঠনের সাহিত্য প্রচার প্রচারণা সম্পাদীকা সুমিতা দে। পরে প্রয়াত সদস্যদের স্বরনে শুরু হয় আলোচনা সভা।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। তিনি বলেন, স্বপ্ন ভাঙে, বিশ্বাস ভাঙে, কিন্তু ভালবাসা ভাঙে আবার গড়ে। আমরাও স্বপ্ন দেখি, সে স্বপ্ন সত্য ও সুন্দরের। একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের। আর অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সংস্কৃতি-চর্চা অপরিহার্য। অরিন্দম সাংস্কৃতিক সংগঠন যাদের শ্রম মেধা ও মননে বিকশিত, প্রস্ফুটিত, নন্দিত তাদের ঋণ শোধের প্রয়াসে আমাদের বাৎসরিক এ আয়োজন। অরিন্দমের যে সকল সদস্য ইহলোক ত্যাগ করে অনন্তলোকে পাড়ি দিয়েছেন তাদের সকলকে একসাথে স্মরণার্থে বৎসরের একটি নির্দিষ্ট দিনকে বেছে নেয়া হয়েছে- ২৪ নভেম্বর। তাই আজ সেইদিন বলে আমরা স¥রণ করছি অরিন্দমের প্রয়াত সদস্যদের নিয়ে।
সভায় আরো বক্তব্য রাখেন, উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবী জহির রায়হান, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নজির আহমেদ, শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ প্রমুখ। স্মরণ সভার শেষে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা লিটনের পরিবেশনায় সংগীত অনুষ্ঠিত হয়।



