চুয়াডাঙ্গায় আট দফা দাবীতে  নার্সদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার

৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবীগুলো বাস্তবায়নের দাবীতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।

সোমবার (২৪ নভেম্বর) বেলা  সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হাতে ৮ দফা দাবি সম্বলিত এ স্বারকলিপি তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলেদেন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোছাঃ রেহেনা পারভীন, সাধারণ সম্পাদক মোছাঃ নাজমিন আক্তার, প্রতিনিধি সাহিদা খাতুন শান্তা, মোছাঃ তহমিনা খাতুন প্রমুখ। 

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন দাবীর প্রতি সমর্থন জানান এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রেরণের প্রতিশ্রুতি দেন। 

এর আগে আন্দোলনকারী সেবিরকারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্তর থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *