মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে গাংনীস্থ সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। গ্রেফতারকৃত মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানাগেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করে তার বাড়ির ছাদ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



