উথলীতে মসজিদের সামনে থেকে নামাজরত মুসল্লির মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস

জীবননগরের উথলী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে নামাজরত এক মুসল্লির মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রবিবার আসরের নামাজ চালাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উথলী বাসস্ট্যান্ড বাজারের সার ব্যবসায়ী ভুক্তভোগী জহির উদ্দিন জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জহির উদ্দিন বলেন, উথলী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে ইয়ামাহা কোম্পানির ধূসর রংয়ের রেজিস্ট্রেশনবিহীন এফজেড ভার্সন ৪ মডেলের মোটরসাইকেল রেখে মসজিদে আসরের নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি আমার রেখে যাওয়া স্থানে মোটরসাইকেলটি নাই। এ ঘটনায় আমি হতবাক হয়ে পড়ি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি না পেয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *