জীবননগর অফিস
জীবননগর-আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে ডাকাতির মামলায় শিবু আক্তার রাঙ্গা(২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শিবু উপজেলার খয়েরহুদা গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। সোমবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ গাড়ীর চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসের চালকের হাতে কোপ মেরে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। ঐদিন সকালে জীবননগর থানার ওসিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, সন্তোসপুর আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ডাকাতির সাথে জড়িত থাকায় শিবুকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।



