কার্পাসডাঙ্গায় মহিলা দলের সমাবেশে জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু

স্টাফ রিপোর্টার

আমরা যেটা বলি, সেটা করি। যেটা বিশ্বাস করি, সেটা বলি। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু উপরোক্ত মন্তব্য করেন। গতকাল রবিবার বিকেলে কার্পাসডাঙ্গা হাইস্কুলে মাঠে দামুড়হুদা উপজেলা মহিলা দলের আয়োজনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নারীদের ঢল পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজকে ৫৪ বছর। এই ৫৪ বছর পর ওনারা এসে চিন্তা করছেন, নারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আমাদের দলের জন্মের পর থেকেই আমরা নারী নেতৃত্ব নিয়ে কাজ করছি। এবং আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। ভাইয়েরা-বোনেরা, কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী। তারা সুযোগ বুঝে বিভ্রান্ত করবে। করে তাদের প্রাপ্যটা নিয়ে যাবে।  মানে আপনাদের মূল্যবান ভোটটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ভুলে যাবে।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা বলে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাদের এতদিনের বয়ান ছিল এটা। কয়েকদিন আগে তাদের বয়ানের পরিবর্তন হয়েছে। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এই ধর্মাবলম্বী যারা আছেন তাদের তারা সম্পৃক্ত করবেন তাদের নমিনেশনে। তাদের মনোগ্রাম তারা পরিবর্তন করেছে। কেন? উদ্দেশ্য একটায়, নারীদের ভোট পাওয়ার জন্য, বোনদের ভোট পাওয়ার জন্য। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেন সেটা করেন। অতীতে যেটা বলেছেন সেটা করেছেন। এবং আমাদের নেতা তারেক রহমান একই কাজ করবেন। আমরা যেটা বলি সেটা করি। আমরা যেটা বিশ্বাস করি, সেটা বলি। আমরা এমন কিছু বলি না যেটা বাস্তবায়ন যোগ্য না। এসময় বিএনপির ৩১ দফার কথা তুলে ধরেন মাহমুদ হাসান খান বাবু। আপনাদের রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে আমরা সংগ্রাম করেছি। কীভাবে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে? প্রতি ৫ বছর পর পর আপনি আপনার ভোট প্রয়োগ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিতে পারবেন। আপনি এবার যাদের ভোট দেবেন যদি তাদের কার্যক্রম পছন্দ না হয় তাহলে ৫ বছর পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কাউকে ভোট দেবেন। এতে আপনার মালিকানা আপনার কাছে থাকল। সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মা জননী বেগম খালেদা জিয়া বার বার মৃত্যু মুখে পতিত হওয়ার পরও কোনো আপস করেননি।

মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভাপতি ছালমা জাহান পারুল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. এনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা,  সহ-সভাপতি শেফালি খাতুন প্রমুখ।

এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ও মাওলানা জামিলুর ইসলান। বক্তারা দলীয় নেত্রী-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় নারীদের অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *