স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় ধানের শীষের পক্ষে ভোটারদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধানের শীষের পক্ষে পথসভায় মাধ্যমে প্রচরণা শুরু করা হয়। এরপর ভাংবাড়িয়া বাজার, নগরবোয়ালিয়া, হাঁটুভাঙা, মোড় ভাঙ্গা গ্রামের নারী পুরুষ সাধারণ মানুষ রাস্তার দুইধারে ধানের শীষ হাতে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফকে।
পথসভায় প্রধান অতিতির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন বাংলাদেশের পক্ষের জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল অন্যায় অনিয়ম এর বিরুদ্ধে জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এ সময় ধানের শীষের পক্ষে প্রচারণা অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক আব্দুল মাবুদ, আলমডাঙ্গা উপজেলা মৎসজীবি দলের আহবায়ক জান মোহাম্মদ, যুবদল নেতা সেলিম, আবুজার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আসিফ হুদাসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



