আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ১৮টি ঘুঘু পাখি অবমুক্ত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১৮টি ঘুঘু পাখিকে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

জানা গেছে, গত ২২ শে নভেম্বর বিকেলে উপজেলার হাড়গাড়ী গ্রামের মাঠ থেকে জাহিদুল ইসলাম নামের এক সচেতন ব্যক্তির ফোন পেয়ে তিনজন পাখি শিকারীকে ধাওয়া করে তাদের মালামালসহ ২০ টি দেশীয় ঘুঘু পাখি জব্দ করে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা।

গতকাল রবিবার সকাল নয়টার দিকে উপজেলা প্রাঙ্গণে সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু পাখিগুলো অবমুক্ত করেন। এসময় তিনি পাখিদের নিরাপদ বিচরণ এবং চোরা শিকারীদের সাবধান করে বিবৃতি প্রদান করেন। সেই সাথে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব সাঈদ এম হিরন, উপদেষ্টা সাদ্দাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি, কোষাধ্যক্ষ আতিকুজ্জামান মেরাজসহ সদস্য নাসিম, বাদশা, তীব্রসহ অনেকেই। সার্বিক পরিস্থিতি তদারকি করেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *