আঁইলহাস ইউনিয়নের বিভিন্ন  গ্রামে পথসভায় মাসুদ পারভেজ রাসেল 

স্টাফ রিপোর্টার:

জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, কৃষকেরাই আমাদের দেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সরকারি যা বরাদ্দ আসে তা তারা ন্যয্যভাবে বুঝে পাবে। আমরা ৫৪ বছরের সার সিন্ডিকেট ভেঙে দিতে চায়। রবিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ঘোলদাঁডী বাজার, মধুপুর, বালেশ্বরপুর, মোকামতলা, সনাতনপুর, ছয়ঘরিয়া, বুড়ো পাড়া, খাস বাগুন্দা, আঁইলহাস, পাইকপসড়ায় গণসংযোগ চলাকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়াও তিনি স্থানীয় কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, তরুন ভোটার ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে কথা বলেন। তারা সড়ক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, নিরাপদ পানি, বেকারত্ব সমস্যা, কৃষির উৎপাদন বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। রাসেল ভাই প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনে সমস্যাগুলোর সমাধানে তার অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মসূচির এক পর্যায়ে এডভোকেট রাসেল বলেন মানুষের কল্যাণ, ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনৈতিক লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের আলোকে সুশাসন, স্বচ্ছতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, মানুষের সেবা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, ইউনিয়ন আমীর মোঃ লিয়াকত আলীল, ইউনিয়ন সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন অর্থ সম্পাদক ও যুব বিভাগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মানোয়ার হোসেন, শ্রমিক কল্যাণের সেক্রেটারী সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ জেলা অর্থ সম্পাদক  বায়েজিদ বোস্তামীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *