পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজুমা কৌদো ক্যানাল পাড়ায় গত শনিবার ভোরে একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি গরু পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে আব্দুল জলিলের গোয়ালঘরে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গোয়ালঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়ালে থাকা দুইটি গরু দগ্ধ হয়ে মারা যায়।
পুড়ে মারা যাওয়া গরু দুটির মূল্য আনুমানিক দুই লাখ টাকা বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছেÑতা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।



