উথলীতে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক্টর চালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জীবননগর অফিস

দীর্ঘ আট দিন চিকিৎসাধীন থেকে মারা গেলেন জীবননগর উপজেলার উথলী গ্রামের ট্রাক্টর চালক শাহাদাৎ হোসেন বাবু(৪৫)। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বাবু মিয়া উথলী গ্রামের বাসস্ট্যান্ড পাড়ায় মৃত ওয়াজ বক্স ওরফে পটলার ছেলে।

গত ১৫ নভেম্বর উথলী গ্রামের ঈদগাহ মাঠের নিকট কৃষি জমি চাষ করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে খাদের মধ্যে পড়ে যায় বাবু মিয়া। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাই। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঐ দিন রাতেই তাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। প্রথমে শ্যামলীতে হৃদয় জেনারেল হাসপাতালে আইসিইউতে রাখা হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করে বাবু মিয়া। গতকাল সন্ধ্যায় মরদেহ উথলীতে নিজ বাড়িতে পৌঁছুলে শোকে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। শেষ বারের মতো একটি নজর দেখার জন্য শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ভিড় জমায়। রাত সাড়ে ৮টায় জানাজা নামাজ শেষে উথলী দক্ষিণ পাড়া কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *