কুড়ুলগাছিতে মেছো বিড়াল সংরক্ষণে বন বিভাগ ও পরিবেশবাদীদের যৌথ প্রচারণা

স্টাফ রিপোর্টার

দামুড়হুদা উপজেলাধীন কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি বাজারে ও রাইসার বিলের আশে পাশে মেছো বিড়াল সংরক্ষণের ব্যপক প্রচারণা করা হয়ে। রবিবার দুপুর ১টার দিকে মেছো বিড়াল সংরক্ষণে প্রচারণা করেন। প্রচারণাটি সামাজিক বন বিভাগ কুষ্টিয়া ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর  প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব শিপলু।  বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা, পথচারীদের মাঝে ও রাইসার বিলের পাশে কৃষকদের মাঝে মেছো  বিড়ালের সংরক্ষণের উপকারিতা ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন- ২০১২ সম্পর্কে অবহিত করা হয়।

বন কর্মকর্তা বলেন, গত ২১ শে মার্চ ২০২৫ তারিখে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে আলমগীর নামক এক ব্যক্তি মেছো বিড়াল হত্যা করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে হাজতে পাঠানো হয়। তাছাড়া একই স্থানে গত মাসে সড়ক দুর্ঘটনায় একটি প্রাপ্ত বয়স্ক মেছো বিড়াল মারা যায়।  তাই আমরা মনেকরি এই স্থানটি প্রচারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সংগঠনের সভাপতি বলেন, আমাদের সংগঠন প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী বিশেষ করে মেছো বিড়াল সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু এটি কৃষকের বন্ধু ও ১০ বছরের জীবনে ৫০ লক্ষ টাকার ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাই সকলের কাছে আহবান মেছো বিড়াল কে অহেতুক মারবেন না একে বাচিয়ে রাখুন জীব বৈচিত্র্য রক্ষা করুন। মেছো বিড়াল একটি নিরীহ বিপন্ন প্রাণী। বাংলাদেশে এর উপস্থিতি  দিন দিন কমে যাচ্ছে শুধু মাত্র অসচেতনতার অভাবে। প্রচারণায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শাহাবুল, ইয়াছিন ও স্থানীয়  এলাকাবাসী।  সুধীজনদের মতে এভাবেই সচেতনতার ফলেই রক্ষা হবে মেছো বিড়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *