স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়তে ইসলামীর জেলা মোঃ আমীর রুহুল আমিন। রবিবার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। জয়রামপুরের শাহপাড়া, শেখপাড়া, কুটিরপাড়া ও চৌধুরীপাড়া এলাকায় গণসংযোগ শেষে ২নং ওয়ার্ড আমীরের সভাপতিত্বে নৌদাপাড়ায় পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জনগণ সরকারের কাছে আসলে কী চায়? মানুষ চায় গ্রামের রাস্তা ভালো হোক, হাতের কাছে সুচিকিৎসা মিলুক, রাতের বেলা যেন নিরাপদে ঘুমাতে পারে। এক জন শিক্ষিত যুবক যেন বিনা ঘুষে চাকরি পায়। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই আপনাদের সমর্থন ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটো, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন এবং উলামা বিভাগের সভাপতি ইয়াসিন আরাফতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা ও গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমাগমে মুখরিত হয়ে ওঠে।



