স্টাফ রিপোর্টার
বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজিবি তাদেরকে আটক করে। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া আরো একটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/১-এস এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর এর নিকট হুদাপাড়া গ্রামে নায়েক মোঃ জহির রায়হান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে জিল্লুর রহমান(২৭), যশোর জেলার ঝিকরগাছা থানার দিগডানা গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



