স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। রাত সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ড ও ডাউকি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় করেন। পৌরসভার ৯ নং ওয়ার্ড শাখা অফিসের উদ্বোধন করেন।
অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, আল্লাহ বিধান প্রতিষ্ঠা করা ছাড়া শুধুমাত্র দফা বৃদ্ধি করে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের সমস্যাগুলো নতুন নয়-দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিচারহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা দীর্ঘদিনের সঙ্গী। বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু সমস্যার সমাধান না হয়ে বরং সমস্যা আরও বেড়েছে। জনগণের আস্থা ফেরাতে হলে ন্যায়ভিত্তিক, সৎ ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই ন্যায়, ইনসাফ ও আমানতের রাজনীতিতেই বিশ্বাস করে। বিভিন্ন সময় বিভিন্ন দল বহু দফার প্রতিশ্রুতি দিয়ে দেশকে উন্নয়নের আশ্বাস দিয়েছে। এখন আবার নতুন করে ৩১ দফার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা মনে করি-এদেশের সার্বিক পরিবর্তন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শুধুমাত্র দফা বৃদ্ধি করে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তাই সবাই দাঁড়িপাল্লায় একবার ভোট দিন। মাত্র একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি ক্ষমতায় আসতে পারলে এক বছরের মধ্যেই দেশবাসী দৃশ্যমান পরিবর্তন অনুভব করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা, পৌর আমীর মোঃ মাহের আলী, পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, অফিস সম্পাদক হাফেজ মাওলানা গোলাম মুক্তাদির, কর্ম পরিষদ সদস্য মোঃ বাবলু হোসেন, পৌর নায়েবে আমীর ও আলমডাঙ্গা হাইরোড বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহিন সাহিদ, পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আমীর মোঃ সজিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম।



