স্টাফ রিপোর্টর
চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া যুব সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন বিজয়ীদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্মশান ঘাট মতিউর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফ আলী মাস্টার, জেনারুল ইসলাম মালিক, নাজির হোসেন, মনিরুজ্জামান মুকুল, লিটন আহমেদ, মামুন মন্ডল প্রমুখ।
মনছুর আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামপাড়া যুব সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মিজানুর রহমান লাল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ। অভিষেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফায়েতুল ইসলাম।



