দর্শনা অফিস
আমাদের গতি সত্যের পথে কারো বাধা আজ মানবে না, বিজয় আছে সম্মুখে তাই মুক্তির এ মিছিল থামবে না এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক যুব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ দুর্নীতি নির্মূল ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শুক্রবার বাদ জুম্মা দর্শনা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিকে জাদুঘরে পাঠিয়ে দেব। এ দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু দুর্নীতি তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। আগামী নির্বাচনকে সাধারণ নির্বাচন মনে করার সুযোগ নেই। রাজনীতি করা অপরাধ নয়, আমরা কাউকে রাজনৈতিক কারণে কারাগারে পাঠাবো না। অপরাধ করলে বিচার হবে, তবে গায়েবি বা ষড়যন্ত্রমূলক মামলায় কাউকে কারাগারে পাঠানো সংবিধান ও নৈতিকতার পরিপন্থী কাজ করবো না।
তিনি আরো বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সুপরিকল্পিতভাবে প্রতিটি বাড়িতে গিয়ে কাজ করতে হবে।
এদিকে গতকাল বিকাল ৫টায় দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবেদ উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, উপজেলা নায়েবে আমীর মওলানা আব্দুল গফুর, দর্শনা পৌর সেক্রেটারি শাহরিয়ার দবির , উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম জিহাদী ও সেক্রেটারী মাওলানা ইমরুল হাসান, দর্শনা আজমপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বোরহান উদ্দিন, থানা নায়েবে আমির জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর যুব বিষয়ক সভাপতি আবির হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, শামসুল হক, জুড়োনপুর ইউনিয়ন সভাপতি সামিমুল হক ঝন্টু, নাটুদহ ইউনিয়ন আমীর সামসুজ্জোহা, সেক্রেটারি রফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন, রাশিূুল হক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও উপজেলা কৃষক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা খন্দকার সুমন, তানজিল, মোমিন, ফরহাদসহ প্রমুখ।



