দর্শনা অফিস
দর্শনা আনোয়ারপুরে অবস্থিত সিনিয়র সিটিজেন বৃদ্ধাশ্রমে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে কথা বলতে গিয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনযাপনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা বলেন, বিনোদনের সীমিত সুযোগের কারণে একটি রঙিন টেলিভিশন তাদের একান্ত প্রয়োজন। প্রবীণদের এই দাবি শুনে উপস্থিত অতিথিরা তাদের জন্য একটি নতুন টেলিভিশন দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম, খালেকুজ্জামান, আব্দুল মতিন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলার সভাপতি আবুজার গিফারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।



